ইসকনকে নিষিদ্ধের দাবিতে হিলি ও বিরামপুরে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৮শে নভেম্বর ২০২৪ ০৮:৪৫ অপরাহ্ন
ইসকনকে নিষিদ্ধের দাবিতে হিলি ও বিরামপুরে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিস্টিয়ান কনশাসনেস) ধর্মীয় সংস্থাকে নিষিদ্ধ করার দাবিতে দিনাজপুরের হাকিমপুর হিলি ও পার্শ্ববর্তী বিরামপুরে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন 'সামাজিক শক্তি' এবং স্থানীয় ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলির বাংলাহিলি আল-আজিজিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি হিলি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা, যারা ইসকনকে 'জঙ্গী সংগঠন' হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানান। মিছিলে বক্তারা বলেন, "ইসকন সংস্থা ধর্মীয় অসহিষ্ণুতা ছড়াচ্ছে এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে, যা শান্তিপূর্ণ সমাজের জন্য হুমকিস্বরূপ।"


অন্যদিকে, পার্শ্ববর্তী বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়েও একটি প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এ মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় উলামা মাশায়েখ, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের জনগণ। মিছিল শেষে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন উপজেলা উলামা মাশায়েখ পরিষদের নেতা হাফেজ মোঃ বেলাল হোসেন ও পেশ ইমাম হাফেজ মোঃ শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, “এই সংগঠন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে এবং তার বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”


বিক্ষোভে অংশগ্রহণকারী জনগণ এবং ধর্মীয় নেতারা দাবি করেন, "ইসকনের কার্যক্রম দেশের সাংবিধানিক ও ধর্মীয় ভিত্তির সাথে সাংঘর্ষিক, যা দেশের শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে পারে।" তারা সরকারের কাছে এই সংগঠনটির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


এ ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো মন্তব্য করেনি, তবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মিছিল ও প্রতিবাদ সমাবেশের পর পরিস্থিতি শান্ত রয়েছে, তবে স্থানীয় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।


গোলাম রব্বানী  

হিলি, দিনাজপুর  

০১৭৭৪১৯৮২৭২