পদ্মায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ, ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৩রা এপ্রিল ২০২৩ ০৭:১৪ অপরাহ্ন
পদ্মায় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ, ধ্বংস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বিভিন্ন  স্থানে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।


রবিবার (২ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার ও নৌপুলিশের সদস্যরা অভিযানে অংশ নেয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মো. শাহরিয়ার জামান সাবুসহ নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিকালে দৌলতদিয়া লঞ্চঘাটে ৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।


এদিকে আজ সোমবার (৩ এপ্রিল) দুপুরে গোয়ালন্দে  মাছ বাজারে জাটকা মাছ না ধরতে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে ভিডিও ও প্রমাণ্যচিত্র দেখানো হয়েছে।