গোয়ালন্দে গাঁজা ও টাকাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা, জেলা প্রতিনিধি, রাজবাড়ী
প্রকাশিত: শনিবার ১৯শে নভেম্বর ২০২২ ০৬:১৩ অপরাহ্ন
গোয়ালন্দে গাঁজা ও টাকাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের অভিযানে গাঁজা ও গাঁজা বিক্রির ১৩ হাজার তিনশত টাকা সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।


গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ময়ছের মাতুব্বর পাড়া এলাকার মো. মাইনউদ্দিন শেখের ছেলে মো. রাসেল শেখ(২০) ও একই এলাকার মো. ছালাম খান এর ছেলে  মো. নাছিম খান (১৯)।


থানা পুলিশ জানায়, শুক্রবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ময়ছের মাতব্বর পাড়া থেকে ৫শত গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রিত ১৩ হাজার ৩শত টাকাসহ তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।


গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানায় নং-২৩ (১১)২২ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করে এবং গ্রেফতারকৃতদের শনিবারে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।