সিলেটে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ, রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশার চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগ। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এসব যানবাহন নিষিদ্ধ করা হবে প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেন।
এছাড়াও, সিএনজিচালিত অটোরিকশার জন্য নির্দিষ্ট রঙের নির্দেশনা দেওয়া হয়েছে—মেট্রোপলিটন এলাকার ভেতরে চলাচলকারী রিকশাগুলোতে সবুজের ওপর হলুদ বর্ডার এবং বাইরের অটোরিকশাগুলোর জন্য সবুজের ওপর সাদা বর্ডার ব্যবহার করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
নগরবাসী এবং যানবাহনের মালিক ও চালকদের আইন মেনে চলার জন্য পুলিশ বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।