পুলিশের ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন থেকে ডাকাতি করে আসছিল জসিম মোল্লা ও তার সহযোগীরা। অবশেষে ডাকাত দলের সর্দার জসিমুল্লাহ ও তার প্রধান সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় অজ্ঞাত নামা আরো ২/৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত ২ প্রধান সহযোগী হচ্ছে মো. জাহিদুল কাজী (২৫) ও মো. ইয়াসিন (৩০)। ঘটনাস্থল থেকে পুলিশের পোশাক ও বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আজ বুধবার বিকেল ৩টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন। তিনি বলেন, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে তারা ঢাকা, নরসিংদী, শরীয়তপুর ও মুন্সিগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকায় পুলিশের ছদ্মবেশে ডাকাতি, ছিনতাই, প্রতারণা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।