বরিশালে ৩ প্রতারক আটক, বিপুল স্বর্ণালংকার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: শুক্রবার ২৮শে জুন ২০২৪ ০৯:৩৬ অপরাহ্ন
বরিশালে ৩ প্রতারক আটক, বিপুল স্বর্ণালংকার উদ্ধার

বরিশালে প্রতারণার অভিযোগে ৩জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৯লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নর লামছড়ি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।


আজ শুক্রবার সন্ধ্যায় বিএমপি'র মিডিয়া সেল থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 


মিডিয়া সেল জানায়, কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানিক টিম গতকাল (২৭ জুন) বৃহস্পতিবার চরবাড়িয়া ইউপি'র দক্ষিণ লামছড়ি গ্রামে প্রতারক জাবেদ হোসেনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন।


অভিযানে অভিযুক্ত প্রতারক চরবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি গ্রামের মোঃ জাবেদ হোসেন ওরফে ইমন(২০) এর বসতঘর থেকে প্রতারণামূলকভাবে আত্মসাৎকৃত ৯৩.৯৮ গ্রাম স্বর্ণালংকার, যাহার আনুমানিক মূল্য ৮ লাখ ৮৩ হাজার টাকা ও একটি রেডমী নোট ১৩ মডেলের মোবাইল ফোন সহ আত্মসাৎকৃত মালামাল উদ্ধার করে পুলিশ। এ সময় ইমনসহ একই গ্রামের মোঃ খলিলুর রহমান প্যাদা (৪৫) এবং মোঃ কাউসার (২৩) কে আটক করা হয়।


এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো  হয়।