কাউখালীতে রিমালে ক্ষতিগ্রস্ত ১১২ পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: শুক্রবার ২৮শে জুন ২০২৪ ০৮:০৫ অপরাহ্ন
কাউখালীতে রিমালে ক্ষতিগ্রস্ত ১১২ পরিবারের মাঝে হাইজিন কিট বিতরণ

পিরোজপুরের  কাউখালী  উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর  ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে বাড়িঘর ক্ষতিগ্রস্থ ১১২ জনের মাঝে ১১২টি প্যাকেজ বিতরণ করা হয়েছে। 


শুক্রবার   (২৮জুন) বিকেল ৩ ঘটিকায় সয়না রঘুনাথপুর   ইউনিয়নে ইউনিয়ন পরিষদ হলরুমে ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ ও স্টার্ট ফান্ড বাংলাদেশ’র সহযোগিতায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর বাস্তবায়নে এ সহায়তা প্রদান করা হয়। 


প্যাকেজে যা ছিলো একটি ২০ লিটারের প্লাস্টিকের বালতি, গোসলের সাবান ৪ টি, ডিটারজেন্ট পাউডার ১ কেজি, স্যানিটারী ন্যাপকিন ৪ প্যাকেট,  মগ ১ পিচ,  তরল জীবাণুনাশক ৫০০ মিলি, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ১০০ পিচ, স্যান্ডেল বড়দের  ২ জোড়া,  খাবার স্যালাইন ১০ পিচ,  লিফলেট  ১ টি।


বিতরণকালে উপস্থিত ছিলেন ডিএসকে এর প্রতিনিধি মানসুরা আক্তার ফিল্ড অফিসার , সয়না রঘুনাথ পুর ইউনিয়নের চেয়ারম্যান আবু সাইদ অত্র ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ।