
পরকীয়ার জেরে মৌলভীবাজারে স্কুল ছাত্র খুন! গ্রেফতার-১

প্রকাশ: ৩ জুন ২০২৪, ১:৩৫

মৌলভীবাজার শহরের চুবড়া এলাকায় অষ্টম শ্রেণির স্কুল ছাত্র জিসান (১৪) খুনের ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন (৩০)-কে গ্রেফতার মৌলভীবাজার মডেল থানা পুলিশ। রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে মৃত্যু হয় জিসানের।
আটককৃত আনোয়ার হোসেন বর্তমানে পৌরসভার ৩নং ওয়ার্ডের রঘুনন্দনপুর এলাকার ভাড়াটিয়া। তাদের স্থায়ী ঠিকানা রাজনগর বলে জানা যায়।

স্থানীয়রা জানান চুবড়া এলাকার শরিফুলের স্ত্রীর সাথে ঘাতক আনোয়ার হোসেনের পূর্ব শত্রুতা ও পরকীয়ার সম্পর্কের জের ধরে আনোয়ার হোসেন শরিফুলের স্ত্রীর প্ররোচনায় ক্ষুব্ধ হয়ে রোববার রাতে জিসান গংদের কেচি দিয়ে ঘাড়ে মাথার পিছনে ও হাতে স্টেপিং করে গুরুতর রক্তাক্ত জখম করে। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎস প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে জিসান ও মোবারকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ভর্তির পর চিকিৎসক জিসানকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যৃর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসি আনোয়ারের বাসা ঘেরাও করে তাকে আটকে রাখে ও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে এলাকাবাসি ঘাতককে পুলিশের কাছে সোপোর্দ করেন। এদিকে ঘটনার পর শরিফুলের স্ত্রী বাসা ছেড়ে পালিয়ে যায়।

নিহত জিসান মিয়া (১৮) সাইদুল ইসলামের ছেলে বলে জানা গেছে এবং আহত মোবারক মিয়া নূরুদ আলীর ছেলে। বর্তমানে তারা মৌলভীবাজার সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার হামিদ মিয়ার কলোনীর ভাড়াটিয়া হিসেবে বসবাসরত।
এব্যাপারে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মারামারির ঘটনায় জিসান নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অভিযুক্ত আনোয়ার হোসেন-কে গ্রেফতার করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই হত্যার রহস্য উদঘাটন করা হবে।

