ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গেল রাতে উপজেলার ভগতিতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই গ্রামের হঠাৎ পাড়ায় অভিযান চালায় পুলিশ। সেসময় অন্যরা পালিয়ে গেলেও আটক করা হয় ওই গ্রামের মোশাররফ হোসেনকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৬ কেজি গাঁজা।
এ ঘটনায় মহেশপুর থানায় পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।