মাটির নীচ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই মার্চ ২০২৪ ০৭:০৪ অপরাহ্ন
মাটির নীচ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করল র‌্যাব

মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। এ সময় রেজাউল মাতব্বর (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সোমবার রাত সোয়া ৯টার দিকে ফরিদপুর  জেলার ভাংগা থানাধীন নাসিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


মঙ্গলবার দুপুরে র‌্যাব-১০ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


র‌্যাব জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন নাছিরাবাদ এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। এ সময় অভিনব কায়দায় জমির মধ্যে লুকিয়ে রাখা ১১ লাখ টাকা মূল্যমানের ৩৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে তারা। 


গ্রেফতারকৃত মোঃ রেজাউল মাতব্বর (৪১) ফরিদপুর জেলার ভাঙ্গা থানার গড়ারিয়া গ্রামের মো. তোতা মতব্বরের পুত্র। 


র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানায়, সে পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল সে।  আইন শৃঙ্খলা বাহিনীকে ধোকা দিতে সে মাটিতে মাদক পুতে রাখা সহ নিত্যনতুন কুট কৌশল অবলম্বন করতো বলেও স্বীকার করে রেজাউল।


এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।