৩ বছরের সন্তানের হাত বেঁধে মাকে হত্যা !

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ২০শে অক্টোবর ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন
৩ বছরের সন্তানের হাত বেঁধে মাকে হত্যা !

বগুড়া পৌরশহরে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছ পুলিশ। এ সময় শোবার ঘর থেকে তার ৩ বছরের সন্তান কাজিম আলীকে হাত বাঁধা অবস্থায় পাওয়া যায়।


বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে নিশিন্দারা মধ্যপাড়া এলাকা থেকে বাড়ির বারান্দা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। শিশু কাজিম গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।


নিহত তাসলিমা (২২) বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।


পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ তাসলিমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে থেঁতলে হত্যা করা হয়েছে। এ ছাড়া শিশু কাজিমের মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তাসলিমার মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করা হয়েছে।


নিহতের স্বামী সিরাজুল ইসলাম বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফিরে এসে তাসলিমার রক্তাক্ত মরদেহ দেখতে পাই। দুপুরের পর থেকেই তাকে মোবাইল ফোনে পাচ্ছিলাম না। ভেবেছিলাম ছেলে ফোনে গেম খেলে বন্ধ করে রেখেছে। এসে দেখি সব শেষ। কারও সঙ্গে আমার শত্রুতা নেই। জানি না ক্ষতি কে করল।


বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ গণমাধ্যমকে বলেন, মরদেহ সুরতহাল শেষে শজিমেক হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে হচ্ছে।