টেকনাফের শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি জানান, টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সংলগ্ন মাঝের পাড়া এলাকা দিয়ে মাদক পাঁচার হবে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ৩টার দিকে বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন শাহপরীর দ্বীপ মাঝের পাড়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সন্দেহভাজন কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়।
এ সময় নদীতে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা লোকালয় অভীমুখে দ্রুত পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ তাদের ধাওয়া করলে তারা ১ টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পাশের লোকালয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে কোস্টগার্ড সদস্য কর্তৃক বস্তাটি তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।