প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৩, ১:২৬
পটুয়াখালীর মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুরে জমিজমা সংক্রান্ত জের ধরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত পায়ের রগ কর্তন করা হয়েছে। চাচা সুমন হাওলাদারসহ চার পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারাল অস্ত্র দিয়ে এ রগ কর্তন করে। এসময় আকস্মিক সন্ত্রাসীরা বাম হাত এবং ডান পায়ের রগ কেটে দ্রুত সটকে পড়ে।
গতকাল বুধবার রাত ৯টায় আলীপুর বাজারের একটি রেস্তরাঁয় এ হাত পায়ের রগ কর্তনের ঘটনা ঘটে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান জানান, জমিজমার বিরোধের জের ধরে চাচা সুমন ও রাসেল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ পুনম জানান, প্রাথমিক চিকিৎসা শেষে হালিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।