প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১:৪৭
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ শফিকুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের পশ্চিম ভোটহাট এলাকার দলের ভিটা গ্রামের শাহা আলীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভূরুঙ্গামারী ইউনিয়নের ভোটহাটের মুক্তিযোদ্ধা মার্কেটের একটি চায়ের দোকানের পিছনে থেকে শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে নীল রংয়ের ৩টি জিপার ব্যাগ পাওয়া যায়। প্রতিটি ব্যাগের ভিতরে ২০০ পিস করে মোট ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ট্যাবলেটগুলো ভারতীয় সীমান্ত থেকে আনার কথা স্বীকার করেছে।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম বলেন, শফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।