প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১:৭
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৮ বোতল ফেন্সিডিল ১জন ও দীর্ঘদিনযাবত পলাতক ১ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকো গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটিদল দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী যাত্রীবাস থেকে তাকে গ্রেপ্তার করে এবং তিনটি জিআর সাজা ও একটি জিআর পরোয়ানা ভুক্ত দীর্ঘ দিন পলাতক ১ আসামীকে ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ৮বোতল ফেন্সিডিলসহ জামালপুর জেলার জামালপুর থানার শেখ পাড়া (ভালুহাটা) এলাকার মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ নজরুল ইসলাম ও পলাতক আসামী উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর শাহাদাত মেম্বার পাড়া এলাকার মৃত অকেল মোল্লার ছেলে হাবু মোল্লা।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত মাদককারবারী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত পলাতক আসামীকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।