প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০:৫৮
টাঙ্গাইলে নিজ পিতাকে ভাড়াাটিয়া খুনি দ্বারা হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী আসাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-১৪, টাঙ্গাইল। '
বুধবার (১৫ ফেব্রুয়ারি) নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার মোগরাপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসাদুজ্জামান মিয়া ২০১৩ সালের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর আউয়াল হত্যা মামলার দীর্ঘদিন যাবৎ পলাতক থাকা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী।
গ্রেফতারকৃত আসাদুজ্জামান মিয়া টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বাংগুরি গ্রামের মৃত আঃ আউয়ালের ছেলে। র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব ১৪ কোম্পানী অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের,পিপিএম জানান, নিজ পিতাকে হত্যার উদ্দেশ্যে ০৪জন ভাড়াটিয়া খুনির সাথে অর্থের বিনিময়ে চুক্তি করে। এরই প্রেক্ষিতে গত ৩০/০৬/২০১৩ তারিখ আঃ আউয়ালকে গলা কেটে হত্যা করে।
উক্ত ঘটনায় গত ০১/০৮/২০১৩ খ্রিঃ তারিখ মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে ০১টি হত্যা মামলা দায়ের করেন, যা টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলা নং-০১, তারিখ ০১/০৮/২০১৩ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪/১১৪ পেনাল কোড-১৮৬০। উক্ত মামলায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২য় আদালত, টাঙ্গাইল বিচার শেষে গত ২৩/০২/২০২০ খ্রিঃ তারিখ উক্ত আসামীকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন। উক্ত মামলার বিচার চলাকালীন সময় থেকে উক্ত আসামী পলাতক ছিল। উল্লেখ্য, উক্ত হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত প্রধান আসামী মোঃ জহিরুল ইসলাম ঝড়–ুকে র্যাব-১৪, পূর্বেই গ্রেফতার করে।
মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে মির্জাপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।