প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ৪:৪৬
বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী সাজ্জাত হোসেন সুমনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর ৩নং ওয়ার্ড পুরানপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার এসআই হাবিবুর রহমান, এসআই এনামুল হক ও এএসআই মিজানুর রহমান শুক্রবার দুপুর দেড়টার দিকে নগরীর পুরানপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী নগরীর ২৬নং ওয়ার্ডের উত্তর জাগুয়া এলাকার বাবুল হাওলাদারের পুত্র সাজ্জাত হোসেন সুমনকে আটক করেন তারা। পরবর্তীতে তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃত সুমনের বিরুদ্ধে এর আগে বিএমপি কোতয়ালী মডেল থানা ও কক্সবাজার সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
এদিকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এসআই জাহিদ ও এএসআই শফিক নগরীর ৫নং ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত সোহেল ওই এলাকার কাশেম হাওলাদারের পুত্র।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।