https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আশাশুনির পাইথালী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ মার্চ ২০২৫, ১:২৫

শেয়ার করুনঃ
আশাশুনির পাইথালী কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি

আশাশুনির পাইথালী বাজারে কাপড়ের দোকানে ঘটেছে দুঃসাহসিক চুরি। সোমবার দিবাগত রাতে বুধহাটা ইউনিয়নের পাইথালী বাজারের 'রিতা বস্ত্রালয়' নামক দোকানে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হয়। এ ঘটনায় থানায় একটি লিখিত এজাহার জমা দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, নৈকাটি গ্রামের আব্দুর রউফ মোড়লের পুত্র মালেক মোড়ল পাইথালী বাজারে 'রিতা বস্ত্রালয়' নামক কাপড়ের দোকান পরিচালনা করেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে তিনি প্রতিদিনের মতো দোকানের শাটারে তালা দিয়ে বাড়ি চলে যান। পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে দোকান খুলে দেখতে পান, দোকানের শোকেস এবং ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে মূল্যবান মালামাল ছড়ানো-ছিটানো অবস্থায় রয়েছে। শোকেসে রাখা দামী শাড়ি, প্যান্ট, লুঙ্গি, শার্টসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল গায়েব হয়ে গেছে এবং পেছনের ছাউনির টিন কাটা ছিল।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চুরি হওয়ার পর মালিক মালেক মোড়ল চিৎকার করলে পার্শ্ববর্তী দোকানিরা এসে ঘটনাস্থলে উপস্থিত হন। কাপড় ব্যবসায়ী আব্দুল মালেক জানান, তার ক্যাশ ড্রয়ারে রাখা ৩০ হাজার টাকার বেশি নগদ টাকা এবং নতুন মালামালসহ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে। তিনি এ ব্যাপারে মঙ্গলবার আশাশুনি থানায় এজাহার দায়ের করেন।

মালিকের অভিযোগ, চুরির সময় বাজারে দু'জন নৈশ প্রহরি ছিলেন, কিন্তু তারা চুরির ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় বাজার কমিটির নেতৃবৃন্দও উদ্বিগ্ন, এবং তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এদিকে, আশাশুনি থানা পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে এবং চোরদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বাজারের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে। স্থানীয়রা এই ধরনের অপরাধের জন্য কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

তবে, চুরির ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা বাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুঃসাহসিক চুরি না ঘটে। পুলিশ ঘটনাটির তদন্ত অব্যাহত রেখেছে এবং চোরদের শনাক্ত করতে সাধ্যমতো চেষ্টা চালাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

নবাবগঞ্জে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পলাতক আসামী পুনরায় গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২৩ মার্চ রবিবার রাত ০৩.৩০ ঘটিকার সময় নবাবগঞ্জ থানা অধীনে কুশদহ ইউনিয়নের কাজীপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী মোঃ রয়েল (৩০) কে ৩ বোতল ফেনসিডিল সহ আটক করেছে। তার পিতা মৃত ছাকাত আলী। তিনি আগে আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পালিয়ে গিয়েছিলেন। পরে একাধিক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। নবাবগঞ্জ থানার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

দৌলতদিয়ায় হেরোইন ও ইয়াবাসহ দুই তরুণ গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন শহীদ মিনারের এলাকা থেকে ৪০ পুরিয়া হেরোইন ও দৌলতদিয়া মহাসড়কের খানকা শরিফের সামনে হতে অপর আরেকজনকে ২০ পিচ ইয়াবা ট‍্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হেরোইনসহ গ্রেফতারকৃত তরুণ ফরিদপুর জেলার কোতোয়ালী থানার তাইজ্জুদ্দিন মাতব্বর ডাঙ্গী গ্রামের শহিদুল খানের ছেলে সাইফুল খান (২৩)। ইয়াবাসহ অপর আরেক তরুণ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও নগদ টাকাসহ কারবারী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ইয়াবা ও নগদ টাকাসহ কারবারী গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা ও নগদ তিন লাখ টাকা সহ সামিউল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  রোববার দিবাগত রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহলদল তাকে গ্রেপ্তার করে। সে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা।  বিজিবি জানা যায়, দিয়াডাংগা ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৯৭৯ এর নিকট দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার

ঝালকাঠিতে কাস্টমসের অভিযানে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠিতে কাস্টমসের অভিযানে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠি পৌর শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে গত রবিবার (২৩ মার্চ) দুপুরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এক অভিযান চালিয়ে ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ দেশি সিগারেট জব্দ করেছে। এই সিগারেটগুলির মধ্যে কিংস ব্র্যান্ডের প্রায় তিন লাখ পঁচাশি হাজার শলাকা সিগারেট ছিল। এ অভিযানটি কাস্টমস বিভাগের চৌকস একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করে। কাস্টমস, এক্সাইজ ও

সোনাইমুড়ীতে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু!

সোনাইমুড়ীতে দোকানে গিয়ে ধর্ষণের শিকার শিশু!

নোয়াখালীর সোনাইমুড়ীতে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৩ মার্চ) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটিকে গতকাল