কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই হাজার পিস ইয়াবা ও নগদ তিন লাখ টাকা সহ সামিউল ইসলাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিবাগত রাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির দিয়াডাংগা ক্যাম্পের টহলদল তাকে গ্রেপ্তার করে। সে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবী ইউনিয়নের বাঁশজানি গ্রামের বাসিন্দা।
বিজিবি জানা যায়, দিয়াডাংগা ক্যাম্প এলাকার সীমান্ত পিলার ৯৭৯ এর নিকট দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য বাংলাদেশে পাচার হবে এমন তথ্য পাওয়া যায়।
দিয়াডাংগা ক্যাম্পের ১০ সদস্যের টহলদল রাত ৮টার দিকে পাথরডুবী ইউনিয়নের মইদাম (ময়দান) নামক স্থানে অবস্থান গ্রহণ করে।
এসময় একব্যক্তিকে মোটরসাইকেলে সীমান্তবর্তী বাঁশজানি থেকে মইদাম কলেজের দিকে আসতে দেখা যায়। ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হওয়ায় টহলদল তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল তাকে আটক করতে সক্ষম হয়।
পরে তাকে তল্লাশী করে ১ হাজার ৯২৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার নিকট নগদ তিন লাখ টাকা ও একটি মোবাইল পাওয়া যায়। চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পাচারের মামলা দায়ের করে তাকে ভূরঙ্গামারী থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।