প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৭:৫৮
টাঙ্গাইলের ভূঞাপুরে গত বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার রুহুলী নৌকা মোড় এলাকার ইঞ্জিনিয়ার মোঃ লিয়াকত হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের বেড়ার টিন কেটে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং ঘরের আলমারি ভেঙে তিন বোন ও মায়ের রাখা গহনা সহ মোট সাড়ে ১০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ সাড়ে চার লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।