দেবীদ্বারে শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: রবিবার ২৫শে ডিসেম্বর ২০২২ ০৮:৩৫ অপরাহ্ন
দেবীদ্বারে শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা আটক

কুমিল্লার দেবীদ্বারে ঝাঁলমুড়ি খাওয়নোর লোভ দেখিয়ে ৯ বছরের এক শিশুকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগে মোঃ কামাল হোসেন মোল্লা(৫০) নামে এক ঝাঁলমুড়ি বিক্রেতাকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। ঘটনায় শনিবার রাত ১১টায় ভিক্টিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, মামলা নং ১৯।


অভিযুক্ত ব্যক্তিকে রবিবার সকালে কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটে শনিবার (২৪ ডিসেম্বর)বিকেলে দেবীদ্বার উপজেলার মহেশপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ সংলগ্নে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , ভিক্টিম (শিশুটি)'র বাবা দরিদ্র কৃষক, তার ৪ মেয়ের মধ্যে ভিক্টিম সবার বড়। সে মহেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছে। আজ তার বিদ্যালয়ের মাঠে মাহফিল থাকায় ৪ বোন মিলেই মাহফিলে যায়। সন্ধ্যার পূর্বে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের গেইটে ঝাঁলমুড়ি বিক্রেতা মোঃ কামাল হোসেন মোল্লা(৫০) তাদের ঝাঁলমুড়ি দিয়ে ছোট ৩ বোনকে বাড়ি পাঠিয়ে দিয়ে ভিক্টিম শিশুকে পার্শবর্তী নির্জণ জায়গায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে, এসময় তার চিৎকারে লোকজন ছুটে আসলে কামাল হোসেন পালিয়ে যায়। কামাল হোসেন মোল্লা সম্পর্কে ভিক্টিমের প্রতিবেশী ফুফা। কামাল হোসেন মোল্লা উপজেলার মহেশপুর গ্রামের মোল্লা বাড়ির মৃত: আবুল কাসেম মোল্লার পুত্র।


ভিক্টিমের বাবা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কামাল হোসেন মোল্লা সম্পর্কে তার ভগ্নীপতি, ঝাঁল মুড়ির লোভ দেখিয়ে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা করেছিল। অভিযুক্ত কামাল হোসেনের ২ পুত্র ও ২ কণ্যা সন্তানের পিতা। এক ছেলে ও এক মেয়ের বিয়ে দিয়েছে। গতকাল বড় ছেলেকে বিয়ে করিয়েছে। ঘটনার পর ৯৯৯-এ ফোন করলে রাত ৯ টায় দেবীদ্বার থানার উপ-পরিদর্শক(এসআই) মহিউদ্দিন একদল পুলিশ নিয়ে এসে তাকে আটক করে। পরে থানায় গিয়ে রাতে মামলা করি।


এব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কামাল ধর্ষণের চেষ্টার সত্যতা স্বীকার করেছে, তবে ধর্ষণ করতে পারেনি বলেও জানায় সে। ভিক্টিমের বাবা বাদী হয়ে গত রাতে থানায় মামলা করেছে। অভিযুক্তকে কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে। ভিক্টিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে।