কলাপাড়ায় ইউএনও’র অবৈধ সম্পদ অর্জন, ২৯ জনকে নোটিশ

নিজস্ব প্রতিবেদক
আনোয়ার হোসেন আনু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার ৫ই নভেম্বর ২০২২ ০৭:৩৩ অপরাহ্ন
কলাপাড়ায় ইউএনও’র অবৈধ সম্পদ অর্জন, ২৯ জনকে নোটিশ

পটুয়াখালীর কলাপাড়ার সাবেক ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র অবৈধ ভাবে সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির তদন্তে ২৯ জনকে নোটিশ করেছেন তদন্ত কর্মকর্তা। আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) কলাপাড়া ইউএনও কার্যালয়ে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হবে। পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


এর আগে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়ের নির্দেশনায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের নির্দেশক্রমের অনুরোধ পত্র প্রাপ্তির পর পটুয়াখালী জেলা প্রশাসন এ বিষয়ে তদন্ত শুরু করে।


সূত্র জানায়, কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিনদ্বীপ এলাকার জনৈক আবুল কালাম দুদক প্রধান কার্যালয়ে ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র বিরুদ্ধে অবৈধ ভাবে সম্পদ অর্জন, ঘুষ, দুর্নীতির অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগে আবু হাসনাত (পরিচিতি নম্বর-১৭২৭৩) কক্সবাজার জেলায় এলএও হিসেবে কর্মরত অবস্থায় শত কোটি টাকার দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়ায় দুদক আইনের দু’টি মামলায় (০৫/২০২০, ২২/২০২০) আসামীর তালিকায় অন্তর্ভূক্ত হন, যা দুদকের তদন্তাধীন রয়েছে বলে উল্লেখ রয়েছে।


পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, তদন্ত কার্যক্রম সম্পন্ন হলে যথাযথ কৃর্তপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।