খানখানাপুরে ডিবির অভিযানে গাঁজাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২৯শে নভেম্বর ২০২২ ০৬:১৮ অপরাহ্ন
খানখানাপুরে ডিবির অভিযানে গাঁজাসহ আটক ২

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর থেকে ২ কেজি গাঁজাসহ ২ মাদককারবারী আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ।


আটককৃত মাদক কারবারী হলো, সদর উপজেলার চর খানখানাপুর নতুন বাজার এলাকার মৃত জলিল মন্ডল এর ছেলে মোঃ ফিরোজ মন্ডল (৩৮) ও খানখানাপুর সাহা পাড়া এলাকার মৃত জব্বার সরদার এর ছেলে মোঃ ইমদাদুল সরদার (৩৩)।


ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এসআই মোঃ হেমায়েত হোসেন সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর বাজারস্থ খানখানাপুর রেলষ্টেশন মার্কেটের জনৈক মোঃ আরিফ হোসেন লিটু (৪৫) টেলিকম দোকানের সামনে থেকে ২ কেজি গাঁজনসহ উপরোক্ত আসামীদের কে আটক করা হয়।


উক্ত গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্যে আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।