প্রকাশ: ৮ নভেম্বর ২০২২, ২২:৫৫
রাজবাড়ীর দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ১ জনকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকার জনৈক দুলাল এর বাড়ির পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাত হলো- উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়া এলাকার সাইদ প্রামানিক এর ছেলে রাকিব প্রমানিক (২৮)।
এ সময় তাদের হেফাজতে থাকা ২ টি লোহার হাতুরী, ২ টি ধারালো চাকু, ১ টি স্ট্রিলের গিয়ার চাকু এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন সিএনজি জব্দসহ তাকে গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রাকিব ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির কাজে ব্যবহত ধারালে অস্ত্র ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-০৮, ৭ নভেম্বর, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয় এবং মঙ্গলবারে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।