প্রকাশ: ৩ এপ্রিল ২০২৫, ১৮:৫৬
পটুয়াখালী জেলা কারাগারের ব্যারাকে সাজেদুর রহমান মিলন (৪২) নামে এক কারারক্ষীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় কারাগারের নিচতলার একটি ব্যারাক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি শেরপুর জেলার শ্রীবরদী থানার সাইফুল ইসলামের ছেলে। গত বছরের ৩১ ডিসেম্বর ময়মনসিংহ জেলা কারাগার থেকে বদলি হয়ে চলতি বছরের ১২ জানুয়ারি পটুয়াখালী কারাগারে যোগ দেন।