হিজলায় ভোক্তা অধিকারের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
তালুকদার মামুন, নিজস্ব প্রতিনিধি হিজলা (বরিশাল)
প্রকাশিত: সোমবার ২৬শে সেপ্টেম্বর ২০২২ ০৬:৫৩ অপরাহ্ন
হিজলায় ভোক্তা অধিকারের অভিযানে ছয় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশালের হিজলা  উপজেলার খুন্না বাজারে মিষ্টির দোকান, ঔষধের দোকান সহ ছয় ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিকার কর্তৃপক্ষ।  এসময় ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ীদের কাছ থেকে এক চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।


সোমবার ২৬ সেপ্টেম্বর সকাল এগারোটার অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক শাহ মোঃ শোয়াইব মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম । 


অভিযানের কথা জানতে পেয়ে খুন্না বাজারের বেশিরভাগ দোকান বন্ধ করে চলে যায় ব্যবসায়ীগণ।