রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ ১জনকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার দুবলা ডাঙ্গা এলাকার মো. রফিক এর ছেলে পাভেল ব্যাপারী (১৯) কে ২৫পিচ ইয়াবাসহ আটক করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে ২৫ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ সংক্রান্তে গোয়ালন্দঘাট থানার মামলা নং-২৫, ২২ সেপ্টেম্বর ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০ (ক) রুজু করা হয় এবং আটককৃতকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।