বরিশালে ৭৫০ পিচ ইয়াবা সহ কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে জুলাই ২০২২ ১১:২২ অপরাহ্ন
বরিশালে ৭৫০ পিচ ইয়াবা সহ কারবারী আটক

বরিশালে ৭৫০ পিচ ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ২টার দিকে নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের মাধ্যমে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ এ আর মুকুল পিপিএম এর নেতৃত্বে সংগীয় এসআই সাইদুল হক, এএসআই হান্নানসহ গোপন সংবাদের নগরীর ব্রাঞ্চরোড এলাকার তৃতীয় পুকুর এলাকায় অভিযান চালান। এ সময়  মাদক কারবারী রাসেল হাওলাদার (২৫) কে আটক করেন এবং তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃত রাসেল বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের বাসিন্দা মোঃ কামাল এর পুত্র। 


এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃতকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।