সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ক্যাম্পাসের টিলায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম বুলবুল আহমেদ।
সোমবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল এ তথ্য নিশ্চিত করেছেন।
কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন, এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিহত বুলবুল আহমেদ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বুলবুলের বাড়ি নরসিংদী জেলায়।
সহকারী প্রক্টর আবু হেনা পহিল বলেন, শিক্ষার্থীর শরীরে স্টেপ করার পরে প্রচুর রক্তক্ষরণ হয়। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়, সেখানেই তার সেন্স পাওয়া যাচ্ছিল না। সেখান থেকে তাকে সিলেট এমএজি মেডিকেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে ঘোষণা করেন।
এ বিষয়ে শাবি প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইলের ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, আমরা ঘটনাস্থলে আসছি। সবাই কাজ করছি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।