জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে মায়ের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩ জুলাই) বিকেলে সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে ওই ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে মোহনা। সে চন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, নিহত মোহনার মা বেদেনা বেগম মানসিক ভারসাম্যহীন। এ ছাড়া বাবা মোহাম্মদ আলী সৌদি প্রবাসী। আজ রোববার দুপুরে বেদেনা বেগম মেয়েকে ঘরে ডেকে নিয়ে গলাটিপে ধরেন। হত্যা নিশ্চিত করতে শিল দিয়ে মাথায় আঘাত করেন। এ সময় হত্যার কথা নিজেই প্রতিবেশীসহ সবাইকে ডেকে স্বীকার করেন। পরে এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে মা বেদেনা বেগমকে আটক করেন পুলিশ।
সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলী বলেন, ঘটনাস্থল থেকেই মা বেদেনা বেগমকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেদেনা মানসিক ভারসাম্যহীন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে একই সঙ্গে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।