কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্র ও ধারালো দা’সহ দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় ‘ইসলাম গ্রুপ’ নামে একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে জানিয়েছে এপিবিএন।
বৃহস্পতিবার (২৬ মে) ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ অভিযান চালায় বলে জানান ১৬ এপিবিএন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা মো. জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোহান (২৪) এবং একই এলাকার মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ নূর (৩৭)।
পুলিশ সুপার তারিকুল আসলাম বলেন, বৃহস্পতিবার ভোরে টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে অস্ত্রধারী কতিপয় লোকজন অবস্থান করছে এমন খবরে এপিবিএন’র একটি দল অভিযান চালায়। এতে এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে আটকদের হেফাজত থেকে দেশীয় তৈরি একটি বন্দুক, একটি রাবার বুলেটের খোসা ও একটি রামদা পাওয়া যায়।
এপিবিএন এর কর্মকর্তা জানান, আটককৃতরা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ‘ইসলাম গ্রুপের’ সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, মাদক পাচার ও হত্যাসহ নানা অপরাধ সংঘটনের অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ তারিকুল ইসলাম।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।