প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ৩:৪৪
কুমিল্লা দেবীদ্বারে কিশোর গ্যাং বদর বাহিনীর ৩নং মূল আসামী হিমেলকে আটক করেছে পুলিশ।
রবিবার সকালে দেবীদ্বার উপজেলার বালিবাড়ি গ্রামের মীর হোসেন'র পুত্র, বদর বাহিনীর সদস্য এবং কিশোর গ্যাং এর মুল আসামী হিমেল (২১)কে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি ২০২২ইং রবিবার সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা পরিষদের পিছনে লিমন নামে এক কিশোরকে নির্মমভাবে চাকু, দা দিয়ে কুপিয়ে গুরুতর মারাত্মক জখম করে কিশোর গ্যাং বদর বাহিনীর সদস্যরা। এ ঘটনায় লিমনের বাবা মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ১৭ জানুয়ারি ২০২২ইং তারিখে বদর বাহিনীর প্রধান বদরকে প্রধান আসামি করে ২১জন নামে ও অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান জানান, রবিবার সকালে বদর বাহিনীর সদস্য এবং কিশোর গ্যাং এর মুল আসামী হিমেল (২১)কে তার নিজ বাড়ি থেকে আটক করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।