কোস্টগার্ডের অভিযানে ২১ কেজি গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ৫ই এপ্রিল ২০২২ ০৪:১১ অপরাহ্ন
কোস্টগার্ডের অভিযানে ২১ কেজি গাঁজাসহ আটক-১

বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধীনস্থ বিসিজি স্টেশান লক্ষীপুর কর্তৃক লেঃ এম আতাহার আলী এর নেতৃত্বে লক্ষীপুর জেলার সদর উপজেলাধীন বুড়ির ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 


অভিযান চলাকালীন উক্ত এলাকায় একজন মোটর সাইকেল চালকের গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ থামার সংকেত দেয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ উক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৩৫) পিতাঃ আব্দুল মালেক লক্ষীপুর জেলার আলেকজান্ডার থানাধীন সুজন গ্রামের বাসিন্দা।


তিনি আরোও বলেন, পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত গাঁজাসহ মোটরসাইকেল লক্ষীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।