প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১৬:৩২
শত্রুতার জের ধরে মোংলায় ছুরিকাঘাতে শাহিন নামক এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার (২৮ মার্চ) রাত ৮টায় পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত শাহীন (৩৫) ছাড়াবাড়ি এলাকার একরামুল হকের ছেলে। পেশায় জাহাজ শ্রমিক।
নিহতের বড় বোন খাদিজা বেগম দাবি করেন, ‘মারুফ নামে এক কাঠমিস্ত্রীর সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। সে ‘রাত ৮টায় আমার ভাই শাহীনের পেটের বাম পাশে ছুরি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এর পর আমরা ভাই শাহিন কে হাসপাতালে নিয়ে আসি।
মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সিরাজুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই শাহীন মারা গেছে।
অভিযুক্ত মারুফ খুলনা জেলার কয়রার আব্দুর রশিদের ছেলে। সে পৌর শহরের ছাড়াবাড়ি এলাকায় ভাড়া থাকে।
মোংলা থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘শাহীন নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার খবরে হাসপাতালে গিয়ে দেখে এসেছি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া সম্পর্ণ করে আসামি গ্রেফতার করা হবে।