বাণিজ্য মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ী থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , নাটোর
প্রকাশিত: মঙ্গলবার ২২শে মার্চ ২০২২ ০৬:৫৩ অপরাহ্ন
বাণিজ্য মন্ত্রণালয়ের মনোগ্রামযুক্ত গাড়ী থেকে হাত-পা বাধা লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে বানিজ্য মন্ত্রালয়ের মনোগ্রাম যুক্ত গাড়ী থেকে হাত পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। গাড়ীর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।


নিহত ব্যাক্তির নাম হযরত আলী (৪৫)। তিনি রংপুর জেলার বাসিন্দা ও গাজীপুর জেলার কাশিমপুরের তাজ ইন্টারপ্রাইজ জুট গোডাউনের কর্মচারী। গোডাউনের মালিক মিজানুরকে আটক করেছে পুলিশ।


বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, নাটোর পাবনা মহাসড়কের বনপাড়া বাইপাস এলাকার মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার আমতৈইল গ্রামের মৃত গোলাম হায়ারের ছেলে মিজানুর রহমান (৪১) বানিজ্য মন্ত্রালয়ের মনোগ্রাম যুক্ত গাড়ী (ঢাকা মেট্রো ঘ ১৪-০৫৮৭) নিয়ে ঘোরাফেরা করতে ছিল। ঘোরাফেরায় সন্দেহ হলে পুলিশ গাড়ী তল্লাশী করে হাত-পা বাধা লাশ উদ্ধার করে।


তিনি আরো বলেন, লাশের দুই হাত-পা রশি দিয়ে পিঠে মুড়িয়ে বাধা ছিল। পিঠের উপর ইট বোঝাই বস্তা রাখা ছিল।


মিজানুর রহমান বলেন, হযরত আমার গোডাউনের কর্মচারী ছিলেন। তার আচরণ খারাপের জন্য সোমবার সকালে শাসানোর উদ্দেশ্যে বাড়িতে ডেকে নেওয়া হয়। তখন হালকা চড়থাপ্পর দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল শরীফ আল রাজিব বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গুম করার জন্য লাশ নিয়ে ঘোরাফেরা করতে ছিল। মিজানুর রহমান নিজেই গাড়ী চালাচ্ছিলেন। তাকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।