চট্টগ্রামের সীতাকুণ্ড ও নগরের কোতয়ালি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধারসহ ২ জন চোরাকারবারীকে আটক করেছে র্যাব-৭।
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়। এ সময় দুইটি পিকআপ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, বিপুল পরিমান চোরাই ডিজেল নিয়ে পতেঙ্গা হতে সাগর পাড় দিয়ে সীতাকুণ্ডের দিকে যাচ্ছে। এ সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৮ টি টিনের ড্রাম থেকে ১ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
অন্যদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকার নতুন ফিশারি ঘাট এলাকার একটি দোকান থেকে ১৫ টি টিনের ড্রামে ৩ হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়।
চোরাইকৃত ডিজেলগুলো কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করে তারা। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।