গাজায় ইসরাইলি হামলায় আরও ৪৫ জন নিহত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
গাজায় ইসরাইলি হামলায় আরও ৪৫ জন নিহত

অবরুদ্ধ গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হামলা থামছে না। সোমবার (১৩ জানুয়ারি) ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন আরও ৪৫ জন ফিলিস্তিনি। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজার মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে চালানো হামলাগুলোতে বহু মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ।  


জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি দাবি করলেও ইসরাইল নৃশংস হামলা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে শুরু হওয়া এই সংঘাত ফিলিস্তিনের ওপর ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ইসরাইলি আক্রমণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে, আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।  


এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে গাজা উপত্যকার ২০ লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। গাজার প্রায় ৬০ শতাংশ অবকাঠামো পুরোপুরি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিদিন বাড়ছে হতাহতের সংখ্যা, যা বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।