এবার কবুতরের খাঁচায় ইয়াবা পাচারের চেষ্টা, আটক কারবারী

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: মঙ্গলবার ১২ই অক্টোবর ২০২১ ০৬:১৯ অপরাহ্ন
এবার কবুতরের খাঁচায় ইয়াবা পাচারের চেষ্টা, আটক কারবারী

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে নীল দরিয়া পরিবহন তল্লাশী করে কবুতরের খাঁচায় করে পাচারের সময় ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে কক্সবাজার করলিয়ার মোঃ ইউছুপ আলীর পুত্র মোঃ ওসমান গণি (২৮)। 


১২ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের শিলখালী মেরিন ড্রাইভের অস্থায়ী চেকপোস্টে তাকে আটক করে।


টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, কক্সবাজারগামী নীল দরিয়া পরিবহন তল্লাশীকালীন একজন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে নামিয়ে হাতে থাকা কবুতরের খাঁচায় অভিনব কায়দায় ফিটিং করা ২৮লাখ ১২হাজার ৫'শ টাকা মূল্যমানের ৯ হাজার ৩'শ ৭৫ পিস ইয়াবাসহ মোঃ ওসমান গণি (২৮) কে আটক করে।


তিনি আরো জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।