প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২১, ৪:৪৬
ঢাকায় ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) পরিচয়ে দিয়ে বেড়ানো এক প্রতারককে গ্রেফতার করেছেন একজন সার্জেন্ট। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে গাবতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএমপি (ট্রাফিক) মিরপুর বিভাগের সার্জেন্ট মোঃ ঝোটন সিকদার জানান, গাবতলী গরুরহাট ক্রসিংয়ে ডিউটি করার সময় নিয়মিত কাজের অংশ হিসেবে একটি মোটরসাইকেলকে থামানো হয়। এ সময় মোটরসাইকেল চালক নিজেকে সিআইডি'র পরিদর্শক বলে পরিচয় দেয়। কিন্তু এতে সার্জেন্টের সন্দেহ হলে নানাবিধ প্রশ্নের এক পর্যায়ে তিনি (মোটর সাইকেল চালক) স্বীকার করেন পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে ওয়্যারলেস সাথে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান ।
তিনি আরো জানান, ভূয়া পুলিশ নিশ্চিত হওয়ার পরে তাকে এবং তার সাথে থাকা মোটরসাইকেল যাহাতে DMP , ENG-5868 লেখা রেজিস্ট্রেশন বিহীন এবং ওয়্যারলেস আটক করে দারুস সালাম থানায় সোপর্দ করা হয়েছে।