প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ৪:১৪
নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে তিন নারীকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগীর ছেলে। ভুক্তভোগীদের অভিযোগ, নওগাঁর মান্দার মৈনম গ্রামে জমি নিয়ে ভাই সাত্তার মোল্লার সাথে বোন রেজিয়া ইয়াসমিনের বিরোধ চলছিলো। গত রাতে সাত্তার মোল্লা ও তার লোকজন রেজিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। গাছের সাথে বেঁধে নির্যাতন করা হয় রেজিয়া ও তার দুই ভাবিকে।
এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগী রেজিয়ার ছেলে আলামিন। তবে, অভিযুক্ত সাত্তার মোল্লার বক্তব্য নিতে যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।