চাঁদপুরে ৭ কোটি টাকার অবৈধ কারেন্টজালসহ আটক- ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ১৫ই আগস্ট ২০২১ ০১:৩৩ অপরাহ্ন
চাঁদপুরে ৭ কোটি টাকার অবৈধ কারেন্টজালসহ আটক- ৩

চাঁদপুরে ৭ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট ও চাইজালসহ ৩ জন জাল ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। গত শনিবার (১৪ আগস্ট) রাতে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অন্তর্গত বিসিজি স্টেশন চাঁদপুর জেলার সদর থানাধীন পুরান বাজারের তামাক পট্টি ও ফল পট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। রবিবার (১৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।


 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর, লেঃ এম সাদিক হোসেন এর নেতৃত্বে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকার ৩টি দোকান ও ২ টি গোডাউনে অভিযান চালিয়ে ২০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ১৫০ টি চায়না চাই জালসহ ৩ জন জাল ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৫ লক্ষ ২৫ হাজার টাকা। অভিযানে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।


 

পরবর্তীতে আটককৃত ৩ জন জাল ব্যবসায়ীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুল হাসান এর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় এবং জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।