প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ০:২২
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার সকালে নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপাতলী পুলিশ বক্সের দক্ষিণ পাশে মায়ের দোয়া ফল ভান্ডারের সামনে ফুটপাতের উপর থেকে দুই নারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া এলাকার জালাল সরদার হিরা তালুকদারের মেয়ে সাহানারা খাতুন (৩৫) ও খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা মৃত মনির উদ্দিনের মেয়ে পারুল বেগম (৩৮)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।