ভূরুঙ্গামারীতে মাদকসহ দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: রবিবার ১৪ই আগস্ট ২০২২ ০৭:২১ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে মাদকসহ দম্পতি আটক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা সহ শামীম মন্ডল-মুক্তা বেগম নামের এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রোববার সকালে তাদের কুড়িগ্রাম জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 


শনিবার রাতে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় এলাকায় অভিযান চালিয়ে শামীম মন্ডল ও তার স্ত্রী মুক্তা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ। শামীম উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের হাটের কুটি গ্রামের আব্দুল মজিদের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল শনিবার রাতে জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামে অভিযান চালায়। এসময় শামীম মন্ডল ও তার স্ত্রী মুক্তা বেগমকে ৭ পিস ইয়াবা, ৫ বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। 


ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক দ্রব‍্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের রোববার সকালে কুড়িগ্রাম জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।