নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে পটাশ সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ।
বুধবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলার আমাইতারা মোড়ে অভিযান চালিয়ে মেসার্স বিতরণী ট্রেডার্স সত্ত্বাধিকারী (সার ডিলার) আবু হেনা নুর মোহাম্মদকে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন।
অভিযান শেষে শামীম হোসেন বলেন, এক ব্যক্তি ধামইরহাটে অতিরিক্ত দামে সার বিক্রি হচ্ছে বিষয়টি জেলা প্রশাসনকে জানালে আমরা ক্রেতা সেজে ওই দোকানে সার কিনতে গেলে সার নেই বলে জানানো হয়। পরে গোডাউনে গিয়ে প্রায় ৩০ বস্তা পটাশ সার মজুদ পাওয়া যায় এবং পটাশ সারের দাম ৭৫০ টাকা (বস্তা) হলেও ১৩শ থেকে ১৫শ টাকা (বস্তা) বিক্রির সত্যতা পাওয়া যায়।
তিনি আরও বলেন, এই বিএডিসি ডিলার জুলাই মাসের ১৭ তারিখে স্টক রেজিষ্টারে পটাশ সারের মজুদ দেখায় ৪৬ বস্তা কিন্তু ১৭ তারিখের পর থেকে আজকে পর্যন্ত বিক্রয় ভাউচারে ৩১৮ বস্তা পটাশ সার বিক্রয়ের ভাউচার পাওয়া যায়। যা তার হিসাবের সঙ্গে অসঙ্গতি। তাই ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ওইসব সার ৭৫০ টাকা দামে উপস্থিতি ক্রেতাদের মাঝে বিক্রয় করা হয়।
অভিযানে ধামইরহাট উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আনিসুর রহমান ও থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।