সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ টি গাঁজার গাছ ও প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ ৪ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৪।
রোববার (১ আগষ্ট) বেলা ১১ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন।
এরআগে শনিবার (৩১ জুলাই) বিকালে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটকরা হলো- মোঃ জসিম (২৭), আব্দুল্লাহ শুভ (২৮), সবুজ খাঁন (৩২) ও আব্দুল্লাহ (৩৪)। তারা সবাই টাঙ্গাইল জেলার বাসিন্দা।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকালে জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৮৫ পিস ইয়াবা, ০১ টি কাঁচা গাঁজার গাছ, মাদক বিক্রিত নগদ- ৪,৮৪৩টাকা ও ০৭ টি মোবাইলসহ ৪ জন চিহ্নিত মাদক বিক্রেতাকে আটক করা হয়।
র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, আসামীরা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে ভিন্ন ভিন্ন কৌশলে লোক চক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ আশে-পাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।