হিলিতে লকডাউনের ষষ্ঠ দিনে ৯ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: বুধবার ২৮শে জুলাই ২০২১ ০৮:১৭ অপরাহ্ন
হিলিতে লকডাউনের ষষ্ঠ দিনে ৯ জনকে জরিমানা

সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর লকডাউনের ষষ্ঠ দিনে দিনাজপুরের হাকিমপুর (হিলিতে) স্বাস্থ্যবিধি না মানা এবং সরকারি বিধিনিষেধ না মেনে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় নয় জনকে ছয় হাজার নয়শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 



বুধবার (২৮ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলি বাজার ও পৌর এলকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম। 




এসময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন। 




হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন, করোনার সংক্রমণ রোধ কল্পে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন এর পাশাপাশি বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। 




তিনি আরও বলেন, আজ অভিযান চলাকালীন সময়ে, হিলি বাজার ও পৌর এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা ও হিলি বাজারে "স্যামি ফ্যাসান" খোলা রাখার অপরাধে নয় জনকে ছয় হাজার নয়শত (৬৯০০) টাকা জরিমানা করা হয়েছে। 




জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।