প্রকাশ: ২৭ জুন ২০২১, ৪:৩০
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯০৩ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদককারবারীকে গ্রেফতার করেছে (১৪ এপিবিএন) পুলিশ সদস্যরা। রবিবার (২৭ জুন) ১২ টার দিকে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা মধুরছড়া ক্যাম্প অভ্যন্তরে ক্যাম্প-০৩ ,ব্লক-ই -৯,এর লোহার ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটককৃত হলেন, ১নং ক্যাম্পের সি ব্লকের রোহিঙ্গা মৃত মোঃ হামিদের পুত্র আয়ুব (১৯)।এসময় দুদু মিয়ার পুত্র আব্দুস শুক্কুরসহ ২/৩ জন কৌশলে পালিয়ে যায় বলে জানা গেছে।
১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি মোঃ নাঈমুল হক নিপু সত্যতা স্বীকার করে বলেন ইয়াবা উদ্ধারকালে ধৃত আসামীর নিকট হতে ইয়াবা ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি স্মার্ট ফোন, ১ টি সাধারণ ছোট মোবাইল সেট এবং উল্ল্যেখিত ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং পলাতক আসামীদের নাম ও ঠিকানা যাচাই সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।