প্রকাশ: ২৫ জুন ২০২১, ২১:৩৭
সাভারের আশুলিয়ায় ১০ বিঘা পুকুরের প্রায় ৭ লাখ টাকা মাছ ডাইং কারখানার পানিতে মরে গেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৫ জুন) বেলা ১২ টার দিকে আশুলিয়ার জিরানীর কলেজপাড়া কলাবাগানের দক্ষিণ পাশেই পুকুরের মরা মাছ তুলতে দেখা গেছে।
পুকুরটির মালিক রেজাউল করিম জানান, তিনি ও মোঃ মালেক ১০ বিঘা জমির পুকুরে কাতল, সিলভার কার্প, রুই, তেলাপিয়া ও কার্পমাছসহ নানা প্রজাতির মাছ চাষ করে আসচ্ছেন।
কিন্তু গতকাল তার পুকুরের পাশে মার্স ওয়াস এন্ড ডেনিং লিমিটেড নামের একটি কারখানা তাদের বর্জ পানি পুকুরে ছেড়ে দেয়। পরে আজ সকালে পুকুরে গেলে অনেক মাছ মরে পানির উপর ভাষতে দেখেন তিনি।
তিনি বলেন, কাল কারখানার পানি ছেড়ে দিছে। রাত থেকেই মাছ মারা গেছে৷ আমি থানায় যাচ্ছি। থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করবো। ১০০ মন মাছ আনুমানিক মূল্য ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন তিনি।
এ বিষয়ে মার্স ওয়াস এন্ড ডেনিং লিমিটেড কারখানার প্রকৌশলী রুস্তম আলী মন্ডল বলেন, বিষয়টি আমরা শুনেছি। আমরা ঘটনা স্থলে যাবো। গিয়ে বিস্তারিত দেখবো। আর আমাদের পানি গিয়েই মাছ মারা গেছে কি না এটা তো শিউর না। মানুষ একজনের উপরে দোষ চাপাতে পারলেই বাচে।
সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসান বলেন, আমি বিষয়টি শুনেছি। সেই মাছ চাষীকে কয়েকটি মাছ ও পুকুরের পানি নিয়ে আসতে বলেছি। যদি কারখানার কিছু হয় আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।