নওগাঁর মান্দায় চারবছর ধরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মিঠুন চন্দ্র মন্ডল (৩৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক যুবক মিঠুন চন্দ্র মন্ডল উপজেলার ভারশোঁ ইউনিয়নের বলাক্ষেত্র গ্রামের মতিলাল মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
নগ্ন ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষরকে পুঁজি ও নানা সময় ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে ওই গৃহবধূকে ধর্ষণ করে আসছিল বলে অভিযোগ করেছে ভুক্তভোগী গৃহবধূ।
বৃহস্পতিবার দুপুরের দিকে স্ট্যাম্প ও ভিডিও ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হন ওই গৃহবধূ এর পর তাকে উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। তার পর ওই গৃহবধূর স্বামী থানা পুলিশের কাছে রাত ১০টার দিকে অভিযোগ করলে পুলিশ রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মিঠুনকে আটক করে।
ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, অভিযুক্ত মিঠুন প্রতিবেশি সম্পর্কে দেবর হয়। নিকটবর্তী প্রতিবেশি বলে উভয় পরিবারে নিয়মিত যাতায়াত ছিল তাদের। সম্পর্কের সূত্র ধরে মিঠুন তাকে মাঝে মধ্যেই নানাভাবে কুপ্রস্তাব দিত। ২০১৮ সালে সালের জানুয়ারি মাসের শেষের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে মিঠুন কৌশলে চাকু দিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ধর্ষণ ও এর ভিডিও চিত্র মোবাইলফোনে ধারণ করে রাখে।
ওই গৃহবধূ আরও জানান, প্রায় চার বছর আগে প্রতিবেশি অন্য মহিলাদের সাথে তিনিও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স নামের একটি বীমা কোম্পানির গ্রাহক হন। বীমার কাগজপত্র তৈরির কথা বলে এ সময় মিঠুন দুইটি ফাঁকা স্ট্যাম্পে তার স্বাক্ষর নেন। পরে ধর্ষন করে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি ও ফাঁকা স্ট্যাম্প জিম্মি করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করতে থাকে। লোকলজ্জায় বিষয়গুলো স্বামীসহ পরিবারের লোকজনের নিকট গোপন রাখেন তিনি।
মিঠুনের এমন অত্যাচার আর সহ্য করতে করতে পারছিলাম না তাই সন্মান আর লজ্জা ভুলে গত বুধবার রাতে আমার স্বামী বিষয়গুলো খুলে বলার পর আমার স্বামী আমাকে কৌসুলে তার কাছে থেকে ভিডিও ক্লিপ ও ফাঁকা স্ট্যাম্প নেয়ার জন্য বলে। এর বৃহস্পতিবার দুপুরে তার কাছে গিয়ে ওগুলো চাইলে আমাকে ব্যাপক মারধর করে তাড়িয়ে দেয়। আর বলে আমার বউ,সন্তান সামনে আমার নামে কেন মিথ্যা অপবাদ দিতে এসেছিস।
এর পর আমার স্বামীসহ স্থানীয়রা আমাকে আহত অবস্থায় হাসপাতালে
ভর্তি করায়। আজ ( শুক্রবার ) সকালে থানায় তার নামে ধর্ষন মামলা করেছি। আমি মিঠুনের কঠিন শাস্তির দাবি করছি।
ভুক্তভোগী গৃহবধূর স্বামী বলেন, দীর্ঘদিন ধরে আমার স্ত্রীর অস্বাভাবিক আচরণ করে আসছিল। জানতে চাইলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে তিনি ঘটনাটি এড়িয়ে যেতে থাকেন। স¤প্রতি বিষয়গুলো প্রকাশ আমার স্ত্রী আজাকে জানালে আমি ফাঁকা স্ট্যাম্প ও ভিডিওগুলো কৌশলে উদ্ধারের পরামর্শ দিই।
বৃহস্পতিবার দুপুরে সেগুলো ফেরত নেয়ার জন্য গেলে আমার স্ত্রীকে মারধর করেন মিঠুন। ঘটনায় মিঠুনের দৃষ্টান্তমুলক শাস্তিরও দাবি করছি। আজ শুক্রবার সকালে তার বিরুদ্ধে ধর্ষন মামলার করেছে আমার স্ত্রী। লম্পট মিঠুনের কঠিন শাস্তি চাই।
মান্দা থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. শাহিনুর রহমান জানান, বিষয়টি অবহিত হওয়ার পর অভিযান চালিয়ে বখাটে মিঠুনকে তার বাড়ি
থেকে আটক করা হয়েছে। তবে তার মোবাইল ফোনে কোন ভিডিও পাওয়া যায়নি। হয়তো আগেই ভিডিওগুলো সরিয়ে ফেলেছে বা ডিলিট করে দিয়ে থাকতে পারে। এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলা হওয়ার পর দুপরে তাকে আদালতে সোপর্দ করে জেল হাজতে পাঠানো হয়েছে।