প্রকাশ: ৯ জুন ২০২১, ১৪:৩৯
আশুলিয়ায় একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২৫) গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টার দিকে আশুলিয়ার সুবন্দি এলাকার একটি বাঁশঝাড়ের ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে বাঁশঝাড়ের ভিতরে ওই তরুনীর নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, আশুলিয়ার সুবন্দি এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আজ ভোরের দিকে ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর ফেলে রেখে গেছে।
নিহতের গলায় আঙ্গুলের ছাপ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। সেই সাথে পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।